দেশে দেশে অসংখ্য প্রতিষ্ঠান এখনো তার কর্মীদের বাড়ি থেকে কাজের অনুমতি দিচ্ছে। তবে ভারতের এক যুবক যা করলেন সেটিকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ না বলে বরং ‘ওয়ার্ক ফ্রম বিয়ের মন্ডপ’ বললে বেশি মানানসই হবে বলে মনে হচ্ছে!
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, নতুন জীবন শুরু করতে যাওয়ার আগেও ল্যাপটপ কোলে নিয়ে বসতে হচ্ছে হবু বরকে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের ফাঁকে অফিসের জরুরি কাজটা সেরে ফেলতে পারলেই যেন বাঁচা যায়।
দুলহানিয়া নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিয়ের পিঁড়িতে বসেও ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত হবু বর। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ওয়েলকাম টু ওয়েডিংস ’২১।’ যা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্রপ্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। তবে এই ঘটনা কবে ঘটেছে এবং বর-কনের পরিচয় জানা যায়নি।
সূত্র : জি নিউজ ও ইন্ডিয়া টাইমস।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
বিডি-প্রতিদিন/শফিক