ভারতের উত্তরাখণ্ডের সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টারের ব্লেডের আঘাতে মারা গেছেন অমিত সৈনি নামে এক সরকারি কর্মকর্তা।
রবিবার উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে এ ঘটনা ঘটে।
নিহত অমিত সৈনি উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহন দপ্তরের ফিনান্সিয়াল কন্ট্রোলার ছিলেন।
পুলিশ জানিয়েছে, কেদারনাথ ধামের হেলিপ্যাডে কপ্টারটি নামার পর সেলফি তুলতে গিয়েছিলেন অমিত। তখনও কপ্টারটির পেছনের দিকের পাখা (রোটর) চলছিল। সেলফি তোলার ঝোঁকে তিনি বুঝতে পারেননি যে রোটরের খুব কাছে চলে এসেছেন। মুহূর্তেই সেই ব্লেডে তার মাথা কেটে দেহ থেকে আলাদা হয়ে যায়।
আগামী ২৫ এপ্রিল থেকে কেদারনাথ যাত্রা শুরু হচ্ছে। চারধাম যাত্রা শুরু হয়েছে শনিবার থেকেই। তবে কেদারনাথ এবং যমুনোত্রীতে তুষারপাত হওয়ার কারণে রবিবারই পুণ্যার্থীদের যাত্রা আটকে দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরাখণ্ডে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত