রাজপরিবারের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে ব্রিটেনের প্রিন্স হ্যারির রাজকীয় পদবি।
ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা ‘দ্য ডেইলি এক্সপ্রেস’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল তিন বছর আগে রাজপরিবার ছেড়ে দিলেও এত দিন আগের মতো হ্যারির পদবি বহাল ছিল। এবার সেটি সংশোধন করা হয়েছে।
রাজপরিবারের ওয়েবসাইটে এখন আর প্রিন্স হ্যারির নামের আগে ‘হিজ রয়্যাল হাইনেস’ ব্যাকটি দেখা যাবে না।
২০২০ সালের ১৮ জানুয়ারি রাজপরিবারের এক বিবৃতিতে জানানো হয়েছিল, প্রিন্স হ্যারি আর রাজপরিবারের সদস্য নন। তাই তিনি রাজকীয় উপাধি ‘হিজ রয়্যাল হাইনেস’ ব্যবহার করতে পারবেন না। এরপরও গত তিন বছর ধরে ওয়েবসাইটে সেটি বহাল ছিল।
চলতি বছরের মার্চে প্রিন্স হ্যারি ও মেগানকে রাজপ্রাসাদ ছাড়তে বলা হয়। ‘ফ্রগমোর কটেজ’ নামের এই বাড়ি বিয়ের সময় হ্যারি ও মেগানকে উপহার দিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। পরবর্তীতে তারা ২৯ লাখ ডলার খরচ করে বাড়িটি সংস্কার করেছিলেন। সূত্র: ডেইলি এক্সপ্রেস
বিডি প্রতিদিন/কালাম