ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের ওপর ঘুমন্ত অবস্থায় দুই পর্যটককে পাওয়া গেছে। আইফেল টাওয়ার কর্তৃপক্ষ বলছে, জায়গাটি পর্যটকদের জন্য নিষিদ্ধ হলেও ওই দুই মার্কিন পর্যটক নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন।
স্থানীয় সময় সোমবার ভোরে আইফেল টাওয়ার খোলার আগে তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের নজরে আসেন এই দুই ব্যক্তি। পরে একটি বিশেষজ্ঞ ইউনিটসহ অগ্নিনির্বাপক কর্মীদের তৎপরতায় তাদের নামানো হয়। আগের রাতে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে তারা সেখানে ওঠে পড়েন বলে জানিয়েছে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ওই দু’জনকে জিজ্ঞাসাবাদে জন্য প্যারিসের সেভেনথ ডিসট্রিক থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ করার বিষয়টি প্রক্রিয়াধীন। প্যারিসের প্রসিকিউটররা জানান, তারা মাতাল হওয়ার কারণে সেখানে আটকে গেছে বলে মনে হচ্ছে।
উল্লেখ্য, আইফেল টাওয়ার চত্বরে সব সময়ই পর্যটকদের ভিড় লেগে থাকে। ওই এলাকায় থাকেন নিরাপত্তারক্ষীরাও। তাসত্ত্বেও সকলের নজর এড়িয়ে কী ভাবে ওই দু’জন টাওয়ারের উপরে উঠলেন? তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শফিক