অস্ত্রোপচারের সময় এক নারী রোগীকে ঘুষি মেরেছেন চীনের এক চিকিৎসক। রোগীকে ঘুষি মারার ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনাটি ২০১৯ সালের। তবে হাসপাতালের মূল প্রতিষ্ঠান এয়ার চায়না সম্প্রতি হাসপাতালটির সিইও এবং ঘটনায় জড়িত সার্জনকে বরখাস্ত করে।
ভিডিওটিতে দেখা যায়, চীনের দক্ষিণ-পশ্চিমের গুইগাং শহরের এয়ার চায়নার একটি হাসপাতালে চোখে অস্ত্রোপচারের সময় সার্জন ৮২ বছর বয়সী রোগীর মাথায় অন্তত তিনবার ঘুষি দেন ।
এয়ার চায়নার ভাষ্যমতে, স্থানীয় অ্যানেস্থেশিয়ার কারণে অস্ত্রোপচার সহ্য করতে সমস্যা হচ্ছিল স্থানীয় এই রোগীর এবং মান্দারিন ভাষায় একাধিকবার সতর্ক করা হলেও ওই রোগী বারবার মাথা ও চোখ নড়াচড়া করছিলেন। 'জরুরি এই অবস্থায়' রোগীর সাথে দুর্ব্যবহার করে বসেন ওই সার্জন। এ ঘটনায় রোগীর কপালে ক্ষত সৃষ্টি হয়।
অস্ত্রোপচারের পর হাসপাতাল রোগীকে ৫০০ ইউয়ান বা ৭০ ডলার ক্ষতিপূরণ দেয়। পরবর্তীতে ওই রোগীর ছেলে তার মায়ের বাঁ চোখ অন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন। যদিও এই ঘটনার সাথে এর সরাসরি কোনো সম্পৃক্ততা আছে কি না, তা সঠিক জানা যায়নি।
বিডি প্রতিদিন/নাজমুল