ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘হরতাল-সহিংসতার প্রভাব তরুণ প্রজন্মের কাছে রাজনীতি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।’
আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতান্ত্রিক অধিকার সুরক্ষা পর্ষদ’ আয়োজিত ‘হরতালের নীতিমালা ও আইনি বিধান প্রণয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনা তিনি এ অভিমত দেন।
তিনি বলেন, ‘তরুণদের বোঝাতে হবে তারা যেন এ সহিংসতার হরতাল প্রত্যাখান করে। কারণ আজকের হরতাল হচ্ছে একমাত্র ক্ষমতার রাজনীতি কেন্দ্রিক।
তিনি আরও বলেন, ‘বর্তমানে শিক্ষার্থীরা হরতাল মানেই বুঝে ক্লাস বন্ধ, পরীক্ষা অনুষ্ঠিত হবে না, জ্বালাও পোড়াও, সহিংসতা, আগুন ও মানুষ মারার মত হৃদয় বিদায়ক ঘটনা। আর এসব কারণেই তারা দেশের রাজনীতির প্রতি বিমুখ হয়ে পড়ছে।’
এ সময় আলোচনায় অংশ নেন, সংগঠনের সদস্য সচিব অনন্ত আহমেদ, আহ্বায়ক খুশি কবির, সদস্য সচিব স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।