ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে অভিযোগ ওঠা ছয় কর্মকর্তাকে রাজ্য সরকার বদলি না করলে নির্বাচন বাতিল করা হতে পারে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন সামনে রেখে নিরপেক্ষভাবে কাজ না করার অভিযোগে রাজ্যের একজন জেলা প্রশাসক ও পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) বদলির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশন এ নির্দেশ দেয়।
এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছি। আমি দায়িত্বে থাকাকালে কাউকে বদলি করতে দেব না।'
তিনি আরও বলেন, 'আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। দায়িত্বে আছি আমি। আর আমার সঙ্গে আলোচনা না করে কোনো কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।'
নির্বাচন কমিশন সূত্র বলেছে, 'আদেশ পালনে রাজ্য সরকারের পদক্ষেপ দেখতে অপেক্ষা করব আমরা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করা না হলে নির্বাচন বাতিল করা হতে পারে।'