ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। এ দফায় চারটি রাজ্যের সাতটি সংসদীয় আসনে ভোট নেওয়া হচ্ছে। ত্রিপুরা, গোয়া, সিকিম ও আসাম- এ চার রাজ্যের সাত আসনে ভোট নেওয়া হবে আজ। শনিবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
যেখানে যেখানে ভোট হচ্ছে-
ত্রিপুরা : ত্রিপুরার দ্বিতীয় আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ। এ আসনটির নাম ত্রিপুরা-পূর্ব। এখানে ১০ লাখ ১৩ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রথম দফায় ৭ এপ্রিল ত্রিপুরা-পশ্চিম আসনে ভোট হয়।
গোয়া : গোয়ার দুটি সংসদীয় আসনে ভোট হচ্ছে। এখানকার দুটি আসনের নাম উত্তর গোয়া এবং দক্ষিণ গোয়া। এ দুই আসনে ১০ লাখের বেশি ভোটার রয়েছেন। নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।
সিকিম : ভারতের প্রান্তীয় রাজ্য সিকিম। এখানে লোকসংখ্যা খুবই কম। অধিকাংশ এলাকা দুর্গম। সিকিমের সংসদীয় আসনটিতে ছয়জন প্রার্থী লড়ছেন। মোট ভোট ৩ লাখ ৬২ হাজারের কিছু বেশি। তবে এ আসনে নারী ভোটারের সংখ্যা অধিক।
আসাম : আসামের তিনটি আসনে ভোট গ্রহণ চলছে। এ তিন আসনে ভোটার সংখ্যা ৩ কোটির বেশি। আসামের পাঁচটি আসনের ভোট গ্রহণ হয় ৭ এপ্রিল। বাকি ৬ আসনে ভোট হবে ২৪ এপ্রিল।
ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে, আসামে মাওবাদীদের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।