স্বামী লালুপ্রসাদ যাদবকে পাশে নিয়ে মনোনয়ন পেশ করলেন রাবড়ি দেবী। শনিবার পাটনার সারণ কেন্দ্রে মনোনয়ন পেশ করলেন তিনি। সঙ্গে ছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব৷
এদিন পাটনা থেকে হেলিকপ্টারে সারণ আসেন এই রাজনীতিক দম্পতি। হেলিপ্যাড থেকে ছাপড়া শহর পর্যন্ত একটি রোড শো করেন লালু-রাবড়ি। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কর্মী সমর্থকও। মনোনয়ন জমা দেওয়ার পর রাবড়ি দেবী বলেন, ‘এই কেন্দ্রে ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাম্প্রদায়িক শক্তির লড়াই হবে৷ বিজেপি-আরএসএসের সঙ্গে লড়বে আরজেডি৷’ আত্মবিশ্বাসের সঙ্গে তিনি আরও বলেন, ‘আরজেডিই জিতবে। রেকর্ড মার্জিনে জিতবে।'
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। মোদীর বিবাহিত স্টেটাসকে খোঁচা মেরে রাবড়ি বলেন, ‘মোদীজি ক্ষমতায় আসলে আমাদের দেশের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগবেন। যিনি ৪০ বছর নিজের স্ত্রীর পরিচয় লুকিয়ে রেখেছিলেন তাঁর কাছ থেকে আমরা কি আশা করব?