ফেসবুকের স্ট্যাটাসে দেখলাম আমাদের কিশোরগঞ্জের ছাত্রদলের একজন নেতা বিভিন্ন মামলার আসামি হয়ে ফেরারি জীবন যাপন করছে। স্ট্যাটাসের দাবী - ছাত্রদলের রাজনীতির কারনে নাকি তার বিরুদ্ধে বিভিন্ন মামলা। তাই আমি আমার ছোট ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই- ছাত্রদল করলে মামলার আসামী হয়ে ফেরারি হতে হবে কেন এবং ছাত্রদলের রাজনীতিটা কি? আমার মনে হয় বর্তমান যুগে ছাত্রদের আসামি হওয়ার রাজনীতি থেকে ফিরিয়ে এনে তাদেরকে সঠিক রাজনীতিতে নিয়ে যেতে হবে। না হলে আমাদের রাজনৈতিক সমস্যা আরও বৃদ্ধি পাবে।
আমার ক্ষুদ্রমতে ছাত্রদের জন্য সঠিক রাজনীতি হল শুধু ভাল ভাবে লেখা পড়া করে নিজেকে শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। সকল ছাত্রদের এখন মনে রাখা উচিত্ ছাত্রদের অভিভাবক এবং তাদের বড়রা এখন ছাত্রদের চেয়ে কম শিক্ষিত ও যোগ্য নয়। ৮০'র দশকের ধ্যানধারণা নিয়ে এখন চলার সুযোগ নাই। তাই সকল ছাত্রদের কাছে বিনিত অনুরোধ আপনাদের অভিভাবক বা বড়দের কাছ থেকে কি ভাবে অনেক বেশী শিক্ষিত ও যোগ্য হওয়া যায় সে রাজনীতি করেন। চাদাবাজদের চাদা সংগ্রহকারী হওয়ার রাজনীতি ছেড়ে দিয়ে নিজে শিক্ষিত ও যোগ্য হওয়ার রাজনীতি করেন। সে রাজনীতিতে আমি সকল ছাত্রদের পাশে থাকব। শুধু থাকবনা- দেখবো ছাত্রদের বিরুদ্ধে কে মামলা করে? নিশ্চিত করবো একজন ছাত্রকেও যেন ফেরারি আসামী হতে না হয়। সকল ছাত্রদের প্রতি এ আমার অঙ্গীকার।
লেখক: সাবেক সংসদ সদস্য।