বরিশালের আগৈলঝাড়ায় শান্তি ও সম্প্রীতির আহ্বানে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) উপজেলার ঘোড়াপার দীপপ্তিভবন রেজি. প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বকুল গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রী, পাল পুরোহিত ঘোড়ারপাড় ধর্মপল্লী ফাদার সঞ্চয় জার্মেইন গোমেজ, নড়াইল ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার বাবলু সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মিলন স্কলাষ্টিকা ক্রুশ, সেক্রেটারি শিক্ষা কমিশন বরিশাল ক্যাথোলিক ডাইওসিস সিস্থিয়া অন্যা গুদা, শুভসংঘের আগৈলঝাড়া উপদেষ্টা ও কালের কণ্ঠ’র প্রতিনিধি এসএম ওমর আলী সানি, শুভসংঘের সদস্য ইঞ্জিনিয়ার রিচার্ড বিশ্বাস।
এসময় অতিথিরা বলেন, আগৈলঝাড়া উপজেলার ঘোড়াপার দীপপ্তিভবন রেজি. প্রাথমিক বিদ্যালয় একটি স্বনামধন্য একটি বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের মাঠে শান্তি ও সম্প্রীতির বন্ধন হিসেবে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বকুল চারা রোপণ করা হয়েছে। শান্তি প্রতিষ্ঠা করতে হলে সম্প্রীতির বিকল্প নাই।
বিডি প্রতিদিন/এমএস