“মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নিস্নানে সুচি হোক ধরা”। কবিগুরুর এই বাণীকে সামনে রেখে এবং সকল অশুভকে পেছনে ফেলে সকল শুভকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া শাখা আজ সোমবার বাংলা ১৪৩২ বর্ষবরণ অনুষ্ঠান পালন করেছে। এ উপলক্ষে ছিল পান্তা-ইলিশের বিশেষ আয়োজন।
সকালে বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র প্রফেসর ড. সরোয়ার মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি কুষ্টিয়ার সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকু এবং সাবেক ব্যাংকার শাজাহান আলী।
বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শুভসংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারিশা ইসলাম প্রিয়তা। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের সাংস্কৃতিক সম্পাদক শাকিল প্রামাণিক, যুগ্ম সম্পাদক উর্মী ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মসজিদসহ শুভসংঘের অন্যান্য সদস্যরা।
বিডি প্রতিদিন/আশিক