বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে "নিরাপদ সড়ক ও আমাদের সচেতনতা" শীর্ষক মানববন্ধন ও পথসভা করেছেন সংগঠনের সদস্যবৃন্দ। গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ এপ্রিল সকালে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শুভসংঘের বন্ধুরা পোস্টারে নানা সচেতনতামূলক লেখা প্রদর্শন করেন।
পথসভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে চায়। কিন্তু অসচেতনতা, ট্রাফিক নিয়ম না মানা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ চালকের কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে। এতে অনেক মানুষ আহত বা নিহত হয়। নিরাপদ সড়কের জন্য আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন।
বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি জোবায়ের আহমেদ সাব্বির বলেন, প্রতিদিন সড়কে প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। সরকারের প্রতি আহ্বান জানানো হয়—ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।
বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতনতা জরুরি। বেপরোয়া গতি ও মোবাইল ব্যবহার করে গাড়ি চালানো বন্ধ করতে হবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জুবায়ের আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক নয়ন মিয়া, রাফিজ ফয়সাল রিহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক, রমজান আলী, দপ্তর সম্পাদক শনকিম সরকার, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া আরেফিন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিডি প্রতিদিন/এএ