“শুভ কাজে সবার পাশে”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ এর উপজেলা শাখার কার্যক্রম।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি ফারুক হোসেন রাজ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ মহিরুল ইসলাম।
ইউএনও জহুরুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সকলকে সচেতন হতে হবে। একটি গাছ কাটলে দশটি গাছ রোপণের মনোভাব থাকলে আমাদের পরিবেশ ও রাষ্ট্র নিরাপদ থাকবে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ।”
উপদেষ্টা পরিষদে গুণীজনদের সংযোজন এই কমিটিতে যুক্ত হয়েছেন সাতজন অভিজ্ঞ উপদেষ্টা, যাদের মধ্যে রয়েছেন—কলারোয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আতিয়ার রহমান, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস শহিদুল আলম, ডাক্তার শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাংবাদিক মোশাররফ হোসেন, ক্রীড়াবিদ শেখ শাহজাহান আলী শাহীন এবং রাসেল ফার্মেসির স্বত্বাধিকারী কাজী শামসুর রহমান।
শিক্ষিত ও উদ্যমী নেতৃত্বে গঠিত কার্যকরী কমিটির সভাপতি ফারুক হোসেন রাজ বলেন, “শুভসংঘ শুধু একটি সংগঠন নয়—এটি সমাজ পরিবর্তনের একটি চেতনা। আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করবো।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটি কলারোয়ার প্রতিটি জনপদে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে।
পূর্ণাঙ্গ কমিটিতে ২৫ জন নিবেদিত প্রাণ বিভিন্ন দায়িত্বে রয়েছেন: সহ-সভাপতি ইমদাদুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান বকুল, সহ সাংগঠনিক রেজওয়ান উল্লাহ, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক তাফহিমুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক শ্রী পুজা পাল, ইভেন্ট সম্পাদক লাকি খাতুন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম, প্রচার সম্পাদক নাহিদ হাসান লিপু, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক খান নাজমুস শাহাদাত, স্বাস্থ্য মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মতিউর রহমান রুবেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুরাইয়া খাতুন, শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ সাঈদ আলী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাসেল হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, কার্যকরী সদস্য মোঃ দেলোয়ার হোসাইন, আলফাজ রহমান, জেসমিন সুলতানা, শেখ কবিরুল ইসলাম, নাসরিন সুলতানা, সুমাইয়া খাতুন, মাহবুবুর রহমান, মাওলানা মোঃ তৌহিদুর রহমান।