‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মৌলভীবাজার জেলা শাখার ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে এম মুহিবুর রহমান মুহিব এবং সাধারণ সম্পাদক আবু তাহেল রানা মনোনীত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক প্রফেসর ড. ফজলুল আলীকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
অন্য উপদেষ্টারা হলেন মৌলভীবাজার জেলা আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট সুফায়েল আহমেদ খান, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সহ-সভাপতি কামরুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হামজা চৌধুরী (সুসান), সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহ ইমরান সাজু, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, ইভেন্ট সম্পাদক জায়দুল ইসলাম মামুন, কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া হোসেন ইমন, প্রচার সম্পাদক মুহিবুল ইসলাম সাম্মু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু নছর চৌধুরী রাহি, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক তিতাস দাশ তীর্থ, ক্রীড়া সম্পাদক আনোয়ার পারভেজ রাকু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইফতেখার আহমদ শাফি, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমেদ জাকের, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মিনহাজ আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক তুষার আহমেদ।
কার্যকরী সদস্যরা হলেন শেখ সালমান আহমদ, আরিফ তালুকদার, তানভীর আলম বিজয়, মো. রাহিদ আহমদ, মো. ছাইদ আহমেদ, তৌফিকুল ইসলাম, রুমান তালুকদার অভি, সৈয়দ মারুফুর রহমান মামুন, মো. রাফি আহমদ, রাকিব হোসেন ইমন, রকি আহমদ।
বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন। সংগঠনটি রাস্তাঘাটে সৌন্দর্যবর্ধন, আর্থিক অনুদান, শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাবার বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনা মূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি, পথশিশুদের পড়াশোনার ব্যবস্থাসহ নানা সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।