'শুভ কাজে সবার পাশে' থাকার প্রত্যয় নিয়ে বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জিহাদুজ্জামান শিহাব'কে সভাপতি ও মাশহুরা তাবাসসুম কাশফিয়া'কে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন পূর্ণাঙ্গ কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রবিউল হাসান, মো. আবু সাঈদ, মো. মুস্তাফিজুর রহমান মুন্না, মো. ওয়াজকুরুনী হাসান, মো. আল শাহারিয়া বিবেক, আবির আহমেদ তুহিন, অর্জুন ভৌমিক, সূর্য ভৌমিক, ওহীদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রিয়াদ হাসান নিলয়, আশিকুর রহমান, তানভীর আহামেদ, শাহ মুহাম্মদ আবিদ শাহরিয়ার, মো. হাবিজুল ইসলাম, মোহাম্মদ সামী, লামিয়া আক্তার উর্মি, নওশীন জাহান, মাইদা মিনহাজ নুপুর, দেওয়ান মাহি আল লালন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম তামিম, সহ সাংগঠনিক সম্পাদক আরাফ ইসলাম তাসিন, সুরাইয়া আক্তার রিন্তু, শীথি, শ্যামা মানকিন, রূপা, রাধিকা চৌহান, রেশমি আক্তার জুই, আখি মনি, সুমাইয়া সাদিকা নুন, মাইশা তাবাসসুম, অর্থ সম্পাদক পলি, দপ্তর সম্পাদক সিয়াম আহামেদ, নারী বিষয়ক সম্পাদক নাবিলা আক্তার, আইন বিষয়ক সম্পাদক আলিয়া আক্তার, মানব সম্পদ বিষয়ক সম্পাদক রায়হান খান পাঠান, ইভেন্ট সম্পাদক ফারজানা আক্তার এ্যানি, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদিকা আফরিন কামিনী, প্রচার সম্পাদক ওয়াহেদ্দুজামান সাদমান, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সুলতানা আক্তার রাদিয়া, আলোক চিত্র বিষয়ক সম্পাদক আফসারা তাসনিম প্রমা, স্বাস্থ্য ও মানবসম্পাদক বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার লিজা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রিফাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ আহমেদ নিশাদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক দেওয়ান তাহাবাতুল জান্নাত ঊর্বশী, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাহেরা সিদ্দিকা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফারদিয়া আক্তার সুপ্তি, সমাজকল্যাণ সম্পাদক ইসরাতুল জান্নাত শিখা, কার্যকরী সদস্য মানিক কুমার বিশ্বাস, হাফছা খাতুন, মোছাম্মদ একা বেগম, সকাল মনি, ফাহিম ইসলাম শুভ।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন- আলী নূর খান, জান্নাত, দেলোয়ার হোসেন, ফয়সাল আহম্মেদ সুজন, রানা নন্দী, মো. এনামুল ফেরদৌস তুহিন, মো. মোশাররফ হোসেন, মাজহারুল ইসলাম মিশু, মুফতি আবুল খায়ের, আবিদা সুলতানা আফরিন ডানা, নাফিউল হাসান মুবিন, মো. জুলকার নাঈন, সালগ্রা চাম্বুগং, রুপম রিছিল, জুঁই ডিব্রা, রেজাউল করিম।
বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন। যা শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাবার বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি, পথ শিশুদের পড়াশোনার ব্যবস্থাসহ নানা সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ