নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর গ্রামের নারীদের নিয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘের শান্তিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সিরাজ মিয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নুরুল হক।
সচেতনতামূলক সভায় বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজের সঞ্চালনায় বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা নাজিম উদ্দিন, সাজ্জাদুর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মান্নার মিয়া, তৈয়বুর রহমান, আতিকুর রহমান রুয়েব, শাহ আলম, অর্থ সম্পাদক খালেদ হাসান, প্রচার সম্পাদক মো. রুয়েল আহমদ, ক্রীড়া সম্পাদক ফেরদৌস আহমদ জান্নাত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রজবুল হক, নারী বিষয়ক সম্পাদক মিনহা বেগম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী হোসেন, সদস্য সাদিক মিয়া, আবিদ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী সংগঠকসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল