ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধন থেকে গাজায় শিশু ও নারীসহ নির্বিচারে চলমান গণহত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সভাপতি এ এফ এম শফির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বজলুর রহমান খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, প্রবীর কুমার সরকার, যুগ্ম সম্পাদক তাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত মুখার্জী, নারী বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমি খাতুন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক নিশান মোড়ল, সদস্য শহিদুল ইসলাম, তাসনিম তাবাচ্ছুম তামিহা, আঁখি সুলতানা সাথী, মুক্তাদির রহমান এবং কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ।
মানববন্ধন থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনের আগে প্রেসক্লাবের হলরুমে গাজায় নিহতদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। দোয়া পরিচালনা করেন শুভসংঘের বন্ধু মাওলানা আব্দুল খালেক। এ সময় আহতদের সুস্থতা কামনা করা হয়।
বিডি প্রতিদিন/আশিক