বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামকে সবার জন্য উন্মুক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নকে কর্মমুখী ও গণমুখী করার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পায়রাবন্দ ৩নং ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রাবন্দ কওমি মাদ্রাসার মোহাদ্দিস আলহাজ্ব মো. শাহ আলম এবং বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বাউবি স্টাডি সেন্টারের সমন্বয়কারী মাহেদুল আলম। এছাড়া রংপুর কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলাম রাজু ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবু হাফিজ মো. ফজলে নিজামী। তিনি বলেন, "এগিয়ে চলো বাউবি, সামনে আছে সুন্দর সকাল। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনার শিশুকে স্কুলে পাঠাবেন। ভালো শিক্ষা অর্জন করতে লেখাপড়ার কোনো বিকল্প নেই। ভালো মানুষ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই। যারা উচ্চশিক্ষা অর্জন করতে চান, তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করুন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষকদের মাধ্যমে শিক্ষা অর্জনের প্রতিশ্রুতি দিচ্ছে।"
পরে উপস্থিত রংপুর বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা এবং অন্যান্য অতিথিদের হাতে আয়োজক কমিটি শুভেচ্ছা উপহার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
বিডি প্রতিদিন/আশিক