নওগাঁর বদলগাছী বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় দুই বৃদ্ধা নারীকে শাড়ি ও কম্বল প্রদান করা হয়েছে। এছাড়া কয়েকদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় নিহত পিতৃহারা দুই এতিম শিশুকে তুলে দেওয়া হয় পোশাক।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরের পর সেনপাড়া গ্রামে বাড়িতে গিয়ে ওই দুই বৃদ্ধা নারীর হাতে শাড়ি ও কম্বল তুলে দেওয়া হয়। সেখানেই ওই দুই এতিম শিশুকে সান্ত্বনা স্বরুপ এই পোশাক সহায়তা দেওয়া হয়। এতিম দুই শিশুকে আপাতত তার এক আত্মীয় দেখাশুনা করছে। শিশু দুইটির বয়স ৬/৭ বছর হবে। শাড়ি-কম্বল বৃদ্ধাদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি। শাড়ি ও কম্বল পেয়ে ওই দুই বৃদ্ধা আনন্দে কেঁদে ফেলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, শুভসংঘের সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মুসা, কালের কণ্ঠ পত্রিকার বদলগাছী, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি এমদাদুল হক দুলু। দুই এতিম শিশুদের হাতে পোশাক তুলে দেন শুভসংঘের অন্যতম সদস্য ডা. মাসুদ রানা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ