ধরলা নদীর বুকে ভাসা ছোট ছোট নৌকা যেমন গ্রামের জীবনযাত্রার অংশ, তেমনি এবার সেই নদীর ধারে ভেসে উঠল এক নতুন স্বপ্নের ভেলা। দেশের শীর্ষস্থানীর শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে নীলফামারীর পাটগ্রাম উপজেলার ধবলসতি মাঝিপাড়া গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত হলো বসুন্ধরা শুভসংঘ স্কুল।
যেখানে বইয়ের পাতা উল্টে যাবে নদীর বাতাসে, আর শিশুদের হাসি মিলিয়ে যাবে ঢেউয়ের কলতানে। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা খড়ের ঘরগুলোর ফাঁক দিয়ে ভেসে আসছে শিশুদের কচি কণ্ঠের কোলাহল। সেসব মুখে এক নতুন প্রত্যাশা, যাদের শৈশব ছিল অন্ধকারের সীমানায়। আজ তাদের জন্য খুলে গেছে জ্ঞানের দরজা।
স্কুলের উদ্বোধনী আয়োজনে কালের কণ্ঠের জলঢাকা প্রতিনিধি বলেন, 'প্রকৃতির রুক্ষতা আর দারিদ্র্যের কষ্ট ছাপিয়ে এই স্কুল হয়ে উঠবে ধরলা পাড়ের আলোর দিশারি। বসুন্ধরা শুভসংঘের এই প্রচেষ্টা যেন নদীর বুকে ভেসে থাকা একটি দীপ্তিময় সূর্য, যা প্রতিটি শিশুর জীবনে শিক্ষার উজ্জ্বল আলো ছড়িয়ে দেবে। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ শুধু একটি স্কুল খোলার গল্প নয়, এটি এলাকার একটি নতুন প্রজন্মের স্বপ্ন দেখার শুরু।'
গ্রামের প্রবীণরা এ উদ্যোগ দেখে যেন নতুন করে শৈশবে ফিরে গেলেন। একজন বৃদ্ধ জানান, 'বসুন্ধরা শুভসংঘ স্কুল আমাদের ছেলেমেয়েদের জীবন পাল্টে দেবে। স্কুল দূরে থাকার আমরা লেখাপড়ার সুযোগ পাই নাই। আমাদের নতুন প্রজন্মকে লেখাপড়া সুযোগ দেওয়ায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ।'
বিডি প্রতিদিন/মুসা