ক্যানসারে আক্রান্ত বাবার চিকিৎসা করাতে যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে লেখাপড়া যেন তার কাছে স্বপ্নের মতো। তারপরেও তিনি দমে যাননি। ভর্তি হয়েছেন স্যার আশুতোষ সরকারি কলেজে। কিন্তু বই কেনার টাকা জোগাড় করতে না পারায় ভর্তি হলেও ক্লাস করতে পারছেন না। বলছিলাম বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের জান আলী মাঝির বাড়ির রেশমী সুলতানা রিমার (২৪) কথা।
২০২৩ সালের ২৩ নভেম্বর আগুনে তাদের ঘর পুড়ে যায়। কোনোভাবে ঘর সংস্কার করতে পারলেও ক্যানসারে আক্রান্ত বাবার চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। রিমা এলাকায় টিউশন করে যা পায়, তা দিয়ে কোনোভাবে সংসার চলে তাদের। কিন্তু তার স্বপ্ন সে লেখাপড়া করবে। সে বই কিনতে না পারার খবর পৌঁছে যায় বসুন্ধরা শুভসংঘের কাছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে তার হাতে বই তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ বোয়ালখালী শাখার উপদেষ্টা সেলিম চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, সভাপতি নুরুল আবছার হিরা, সাধারণ সম্পাদক এম.এ. তালেব, সাংগঠনিক সম্পাদক নজির আহমদ মাস্টার, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন খালেদ, কোষাধ্যক্ষ মো. ইলিয়াছ মাস্টার, ক্রীড়া সম্পাদক ইয়াছিন চৌধুরীসহ মো. মোশরাফুল হক, সায়েম চৌধুরী রাজিব, সৈয়দ তকি তাহমিদ, জামশেদুল আলম জিসান, সুব্রত দাশ ও কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। এ ছাড়া এস এম নাঈম উদ্দীন এই কাজের সার্বিক সহযোগিতা ও দায়িত্ব পালন করেছেন।
বই হাতে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে রিমা বলেন, পড়ালেখা করতে পারবো তা কখনো ভাবিনি। অন্যের সহযোগিতা নিয়ে কলেজে ভর্তি হলেও বই কেনার টাকা ছিল না। সে চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যায় আমার। বই কিনতে না পারার কথা শুভসংঘের সদস্যরা জানতে পারলে তারা আমাকে বই কিনে দেন। আমি বসুন্ধরা শুভসংঘ ও সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের মন থেকে দোয়া করি।
স্থানীয় এলাকাবাসী বলেন, রিমা পড়ালেখায় খুব ভালো। মেধাবী একজন ছাত্রী। একদিকে ঘর পুড়ে যাওয়া, অন্যদিকে বাবা ক্যানসারে আক্রান্ত হওয়ায় সে দিশেহারা হয়ে পড়ে। কিন্তু সে হাল ছাড়েনি। যেভাবেই হোক পড়ালেখা সে চালিয়ে যাবে। কিন্তু বই কিনার টাকা না থাকায় তাকে সব সময় চিন্তায় মগ্ন থাকতে দেখা যেতো। তার পাশে এখন বসুন্ধরা শুভসংঘ দাঁড়িয়েছে দেখে ভালোই লাগছে। অবশেষে মেয়েটি তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।
বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, বই কেনার অভাবে কেউ পড়তে পারবে না, তা কখনো বসুন্ধরা শুভসংঘ হতে দিবে না। তারই প্রমাণ আজ বোয়ালখালীতে দেখা গেছে। আমি শুভসংঘের সফলতা কামনা করি।
মোশরাফুল হক বলেন, বসুন্ধরা সব সময় অসহায় মানুষের চিন্তা করে। বসুন্ধরা শুভসংঘ এভাবে অসহায় মানুষদের সহযোগিতায় কাজ করে যাবে প্রতিনিয়ত।
বিডি প্রতিদিন/এমআই