বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটায় ক্ষেতলাল বিলের ঘাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ শুভসংঘ ক্ষেতলাল শাখার উপদেষ্টা মো. নজরুল ইসলাম।
কর্মসূচিতে তিনি বলেন, রমজানে একজন রোজাদারকে ইফতার করানো সওয়াবের কাজ। ইফতারে কোনো ধনী-গরিব থাকে না। সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতার করেন। বসুন্ধরা শুভসংঘ সওয়াবের একটি কাজ করতে এগিয়ে এসেছে। সবাই মিলে ইফতার করলে আমাদের পারস্পরিক সম্পর্কও বৃদ্ধি পায়। এই ধরনের উদ্যোগ আরও বেশি নেওয়া দরকার। তাহলে আমাদের বন্ধন আরও বৃদ্ধি পাবে।
ক্ষেতলাল বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি এম রাসেল আহমেদ বলেন, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। ‘শুভ কাজে সবার পাশে’ বসুন্ধরা শুভসংঘ প্রতিদিন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অজন আমাদের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোস্তাফিজার রহমান, বসুন্ধরা শুভসংঘের প্রচার সম্পাদক মো. আরমান হোসেন, সাংবাদিক গোলাম মোস্তফা, শুভসংঘের সাধারণ সদস্য হুজায়ফা, আ. হান্নান, রওশনারা রিফাহ ও ফাহমিদা রোশনি প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল