বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার ইফতার মাহফিলে চুয়াডাঙ্গার জামিউল উলুম মাদ্রাসার আবাসিক কোমলমতি শিক্ষার্থীদের সাথে শুভসংঘের বন্ধুরা অংশগ্রহণ করেন।
বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিনের আমন্ত্রণে শিক্ষার্থীরা ছাড়াও এলাকার মুছুল্লিরাও ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মুফতি আমানুল্লাহ। ইফতার মাহফিলে বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন বলেন, আমরা অনেকেই আমাদের পিতা-মাতা ও নিকটজনদের হারিয়েছি। তাদের জন্য আমরা ইফতার মাহফিলে বসে দোয়া করেছি। আমাদের নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করেছি। মহান রাব্বুল আল-আমিন নিশ্চয় আমাদের ক্ষমা করবেন।
তিনি বলেন, আমরা আমাদের বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মানবতার জন্যও কাজ করে যাব। বিপদগ্রস্ত মানুষের পাশে থাকব। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আমরা আমাদের সাধ্যমত কাজ করে যাব।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মানিক আকবর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি জামান আখতার, বসুন্ধরা শুভসংঘের সদস্য শেখ লিটন, ঈশান সাদমান, আনসার আলী, মাসুম উদ্দিন ও মোতাহার আলী জোয়ার্দ্দার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম