নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণ ঘটনায় অনেক ক্ষেত্রে ভুক্তভোগী ও তার পরিবার নানা কারণে মুখ খোলে না। সেসব ঘটনা অজানাই থেকে যায়। এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও মানসিক চিন্তার পরিবর্তন অতীব জরুরি। নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে গণসচেতনতা বিষয়ক আলোচনা করেছে বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর ( হিলি) উপজেলা শাখা।
মঙ্গলবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা নারী শিশু নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক গণসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।
তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল স্তরে সমন্বিত উদ্যোগ জরুরি। এই অপরাধগুলো বেশিরভাগই মাদকসেবীদের দ্বারা সংগঠিত হয়। তাই মাদকের বিস্তার রোধেও স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, একটি সমাজ যত বেশি নারী ও শিশুবান্ধব সে সমাজ ততবেশি উন্নত। নারীর প্রতি সহিংসতার পেছনে মূল কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নারীর ওপর নির্যাতন কমানোর জন্য প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। ভয়কে জয় করে নারীদেরও এগিয়ে আসতে হবে তাদের অধিকার ও মর্যাদা আদায়ে।
শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর (হিলি) উপজেলা শাখার সহ-সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক মোছা. খাদিজা আক্তার জুই, নারি বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা আঞ্জু, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তনুসহ অত্র স্কুলের শিক্ষকরা।
বিডি প্রতিদিন/কেএ