খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রলীগের দুই নেতাকে এক টার্ম পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত ছাত্ররা হলেন: লালন শাহ হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও দ্বিতীয় বর্ষের ছাত্র রুদ্র সিংহ ও কুয়েট শাখা ছাত্রলীগের সদস্য ও দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১২ ডিসেম্বর কুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি সাফায়েত হোসেন নয়ন এবং সাধারণ সম্পাদক আলী ইমতিয়াজ সোহানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০/১২জন ছাত্র আহত হন। এসময় ছাত্রদের আসবাবপত্র ভাঙচুর অগ্নিসংযোগ এবং ল্যাপটপ, গিটার, কী বোর্ড ও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রসহ মূল্যবান মালামাল লুটপাট করা হয়। ওই ঘটনায় মেকানিক্যাল বিভাগের প্রফেসর মিহির রঞ্জন হালদারকে প্রধান এবং সহকারী অধ্যাপক ইকরামুল হক ও প্রভাষক সাকিব খালিব সৌরভকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্টের পর বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা