দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। শ্রেণিকক্ষে ঝুলছে তালা। আজ বুধবারের পূর্বঘোষিত চূড়ান্ত পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।
জানা গেছে, সরকার ও রাজনীতি বিভাগের ১ম বর্ষের ১০১ নাম্বার কোর্স (পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা) ও বাংলা বিভাগের ৪র্থ বর্ষের (ভাষা বিজ্ঞান) ফাইনাল পরিক্ষা অনুষ্ঠিত হয়নি। এছাড়া রসায়ন বিভাগের ১১০ নাম্বার কোর্স (পিজিকেল কেমিস্ট্রি), পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৩০ নাম্বার কোর্স (পান্ডামেন্টাল আপ আর্টস সাইন্স), ইতিহাস বিভাগের ১০৫ নাম্বার কোর্স ( বিশ্ব সভ্যতা)-এর নিয়মিত টিউটিরিয়াল পরিক্ষা অনুষ্ঠিত হয়নি।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই কর্মবিরতির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরপর ঢাকা বিশ্বদ্যিালয়ের মুজাফফর আহম্মেদ চৌধুরী মিলানায়তন কক্ষে সংবাদ সম্মেলনে করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা