রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগের দুইপক্ষ।
পূর্ব শক্রতার জের ধরে শনিবার রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সমর্থক কর্তৃক ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনিকে মারধর করলে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত বনিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাবি শিক্ষার্থীরা জানান, পূর্ব শক্রতার জের ধরে ছাত্রলীগ সভাপতি রানার সঙ্গে ছাত্রলীগ কর্মী বনি ও তার সমর্থকদের বিরোধ চলছিল। শনিবার শের-ই বাংলা হলের সামনে বনিকে পেয়ে রানার সমর্থক ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, বহিস্কৃত সহ-সভাপতি মাহাবুবুর রহমান পলাশসহ কয়েকজন মারধর করে। মারামারির সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বিকেল ৪টা পর্যন্ত দুইপক্ষের সমর্থকদের দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, পুলিশ ক্যাস্পাসে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন