অষ্টম জাতীয় পে-স্কেলে মর্যাদাহানির অভিযোগ এনে বৈষম্য নিরসনের দাবিতে ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আল্টিমেটাম শেষে সোমবার থেকে লাগাতার এ কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী রাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী সোমবার ১০টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচির পাশাপাশি অবস্থান ধর্মঘট পালন করবে শিক্ষক সমিতি।
রাবির পাশাপাশি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। কর্মসূচির আওতায় রুয়েটের কোন বিভাগে ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন