ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদের প্রথম নারী ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. নুরুন নাহার। গত বছরের ১৭ ডিসেম্বর তাকে এ পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। সোমবার বেলা ১১টায় আইন ও শরীয়াহ অনুষদের ডিনের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
আইন বিভাগের শিক্ষক আরমিন খাতুনের সঞ্চলনায় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুল করিম খান। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. এমতাজ হোসেন, সাধারণ সম্পাদক ড. অলী উল্যাহ, সদ্য বিদায়ী ডিন ড. জহুরুল ইসলাম, ড. এয়াকুব আলী, ড. নজিবুল হক, ড. আকরাম হোসেন, ড. শাহজাহান মণ্ডলসহ আইন ও আল ফিকহ বিভাগের শিক্ষকবৃন্দ। এসময় সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. জহুরুল ইসলাম নতুন ডিন প্রফেসর ড. নুরুন নাহারের হাতে দায়িত্ব হস্তন্তর করেন।
নতুন ডিন প্রফেসর ড. নুরুন নাহার বলেন, ‘অনুষদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে আমাকে নিয়োগ দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকল শিক্ষক-কর্মকতা ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।’
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা