ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এবং বেলা ৩টায় ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগের নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এছাড়া আগামী ২৭ জানুয়ারি মার্কেটিং বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড ও অফিস সহায়ক নিয়োগ বোর্ড, ৩০ জানুয়ারি ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনবিভাগের উচ্চমান সহকারি নিয়োগ বোর্ড এবং ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগের নির্বাচনি বোর্ড অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সকল বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। উল্লেখিত বোর্ড সমূহের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘অনিবার্য কারণবশত সকল নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বোর্ড সমূহের পরবর্তী তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।’
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব