জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন শাখা ছাত্রদলের কোনো কর্মসূচি দেখা না গেলেও হঠাৎ করেই ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
আজ বুধবার সকাল সাড়ে আটটায় মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী এক সমাবেশে আ ফ ম কামালউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহিম সৈকত বলেন, এ মামলা দূরভিসন্ধিমূলক। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ষড়যন্ত্রমূলক সমন জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জাবি ছাত্রদল শুরু থেকে রাজপথে ছিল, আছে এবং থাকবে। এ সময় অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। অন্যথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শহীদ সামাল-বরকত হলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম তুষার।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা