জগন্নাথ বিশ্ববিদ্যায়ে (জবি) সাংবাদিক সমিতির সিল ও প্যাড জালিয়াতি করে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে প্যাড-সিল ব্যবহার করে টাকা তুলে আত্মসাত্ করেছে বলেও প্রমাণ পাওয়া গেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রমাণসহ লিখিতভাবে জালিয়াতির অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ইমরান আহমেদ ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান তুফান সাংবাদিক সমিতির প্যাড এবং সভাপতি-সেক্রেটারির সিল জ্বালিয়াতি করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই এই অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত সাংবাদিক সমিতির সিল-প্যাড ও নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি অত্যন্ত গুরুতর অপরাধ। আমরা লিখিত পেয়েছি, শিগগির যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। ’
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৬/শরীফ