অস্থায়ী ক্যাম্পাস থেকে স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম স্থানান্তর না করা পর্যন্ত ক্লাশ-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৪টি বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর জিলা স্কুলের কলেজ কম্পাউন্ডের অস্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪ বিভাগের পক্ষে এই ঘোষণা দেয় বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এ ব্যাপারে আন্দোলন শুরু হলে শিক্ষার্থীদের বহিস্কারের ভয় দেখানো হয়েছে বলে জানানো হয়। দাবি না মানা পর্যন্ত ক্লাশ, পরীক্ষা ও মৌখিক পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
শিক্ষার্থীরা জানান, বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসের একই ভবনে গত ১৫ জানুয়ারি থেকে রূপাতলী সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও কাউনিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয় নামে দুটি নতুন স্কুলের পাঠদান কার্যক্রম অস্থায়ীভাবে শুরু হয়েছে। স্কুল শিক্ষার্থীদের সাথে একই ভবনে ক্লাশ করতে হওয়ায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই গত ২৭ জানুয়ারি থেকে ইংরেজী, বাংলা, পদার্থ ও ভূতত্ব এবং খনিজবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাশ বর্জনের পাশাপাশি অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে আসছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেঘলা এবং ধীমান।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এখনও ভবন নির্মানের কাজ অসমাপ্ত রয়েছে। একাডেমিক সহ ১২টি ভবনের মধ্যে মাত্র ৩টির নির্মান কাজ সম্পন্ন হয়েছে। বাকী ৯টি ভবনের কাজ চলছে। এ কারণে স্থায়ী ক্যাম্পাসে স্থান সংকুলান হচ্ছে না। নির্মান কাজ শেষ হলেই এই ৪টি বিভাগ মূল ক্যাম্পাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক।
উল্লেখ্য, ২০১২ সালের ১৪ জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অস্থায়ীভাবে শুরু করা হয় বরিশাল জিলা স্কুলের কলেজ ভবনে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ