শুক্রবারেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের আন্দোলনে লাগাতার কর্মবিরতির কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছিল তা পুষিয়ে দিতে শুক্রবার ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য দিনের মত শুক্রবারও স্বাভাবিক। সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাস ছিল মুখরিত। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলও ছিল অন্যান্য দিনের মত স্বাভাবিক।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, অধিকাংশ বিভাগেই স্বাভাবিক নিয়মে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আবার কোনো কোনো বিভাগে ইনকোর্স পরীক্ষা, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম স্বাভাভিক নিয়মে চললেও প্রশাসনিক কার্যক্রম লক্ষ্য করা যায়নি।
আইন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাজনিন বলেন, "ছুটির দিনে ক্লাস হলে আমাদের বিভাগে যে সেশন জট রয়েছে তা কিছুটা হলেও কমবে বলে আশা করছি।''
ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলী উল্যাহ বলেন, ''শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে দিতে ছুটির দিনে ক্লাস নেওয়া হয়েছে।''
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব