রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ সেশনের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে আটক করা হয়েছে।
শুক্রবার ওই শিক্ষার্থীকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে নগরীর মতিহার থানা পুলিশ।
গ্রেফতারকৃত আক্কাছ আলী এ বছর কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছেন। রাবিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। গত ২৫ জানুয়ারি রাবিতে এ ইউনিটে তার মৌখিক পরীক্ষা ছিল। কিন্তু মৌখিক পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়ে ভর্তির বিষয়ে খোঁজখবর নিয়ে গত বুধবার রাতে তিনি রাবিতে আসেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অশোক চৌহান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির কর্মী সন্দেহে ওই শিক্ষার্থীকে পুলিশে সোর্পদ করে। শুক্রবার তাকে ২০১৫ সালের ১৯ নভেম্বরের দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন