রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামকে অজ্ঞাত নম্বর থেকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার ঘটনা ঘটছে।
এ ঘটনায় শনিবার দুপুরে নগরীর মতিহার থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন ওই ছাত্রলীগ নেতা।
আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি জিডিতে উল্লেখ করেছেন, শুক্রবার রাত আটটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। এসময় আমাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ের আমাকে খুন-জখমের হুমকি দেয়া হয়।’
আরিফুল ইসলাম দাবি করেন, ‘গত বৃহস্পতিবার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আসা এক শিবিরকর্মীকে পুলিশের কাছে সোপর্দ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘হুমকির ঘটনায় শনিবার দুপুরে একটি জিডি করেছেন আরিফুল। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন