জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন মাঠে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান নবীনদের উদ্দেশ্যে বলেন, ভাষার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে রয়েছি। মাতৃভাষাকে আরও রপ্ত করতে হবে। বেশি বেশি পড়াশুনা করে সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।
অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলী নুরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. জাকির হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মনিরুজ্জামান ও অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব