ছাত্রলীগের কর্মীদের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির এক নেতা আহত হয়েছেন। আহত ওই নেতার নাম জুয়েল মৃধা। তিনি নতুন কমিটির প্রচার সম্পাদক। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জবি ছাত্রদলের নতুন কমিটির প্রচার সম্পাদক জুয়েল মৃধা তার লোকজন নিয়ে ক্যাম্পাসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান খানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে হামলা করে। ছাত্রলীগের নেতা-কর্মীদের বেধড়ক মারধরে জুয়েলের মাথা ফেটে যায়। পরে তাকে স্থানীয় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। যারা আদৌ ভাই তারা যদি ক্যাম্পাসে প্রবেশ করে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চায়। তাদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরা সব সময় প্রস্তুত আছে। থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, বিষয়টি সম্পর্কে কেউ আমাকে অবহিত বা অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তা আমি দেখবো।
বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা