কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনের বাসে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন এর শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লা নন্দনপুর বিশ্বরোডে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের পর ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। অপরদিকে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করার চষ্টো করছে কুবির প্রক্টরিয়াল বডির সদস্যরা। এর আগে সকালে একই ঘটনায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে কোটবাড়ী ফাঁড়ির এসআই মাহমুদুর রহমান বলেন, 'আমরা অবরোধ সরানোর চষ্টো করছি।'
উল্লেখ্য, গতকাল কুমিল্লা নগরীর ঝাউতলায় কুবির ৬ নং বাসে হামলা করে দুর্বৃত্তরা। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ