‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’ শিরোনামে নাচ, গান আর কবিতা পাঠের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বসন্তবরণ উদযাপন করেছে উদীচি শিল্পী গোষ্ঠী।
মঙ্গলবার সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বসন্ত বরণের এই অনুষ্ঠান প্রশংসার দাবিদার। ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগসহ অন্যান্যদের সংশ্লিষ্টতায় আরও ব্যাপকভাবে এবং বড় পরিসরে বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব