জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্রের এক অতিথি শিক্ষক ও শারিরীক শিক্ষা বিভাগের দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। এতে তিনজনই আহত হন।
এরা হলেন, ভাষা শিক্ষা কেন্দ্রের জার্মান ভাষা শিক্ষক (অতিথি) মো. রাকিবুল হাসান, শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক দেবব্রত পাল ও এস এম সাদাত হোসেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও পরিসংখ্যান বিভাগের খেলা চলছিল। এসময় খেলা পরিচালনা করাকে কেন্দ্র করে জার্মান ভাষা শিক্ষক রাকিবুল হাসান শারিরীক শিক্ষা বিভাগের সহকারি পরিচালক দেবব্রত পালের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক প্রভাষক আফাজ উদ্দিন বিষয়টি সমাঝোতা করেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আজ বুধবার দুপুর ১২ টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে ফের বাকবিতন্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন দেবব্রত পাল ও রাকিবুল হাসান। এসময় শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক এস এম সাদাত হোসেন মিমাংসা করতে আসলে তিনজনই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তিনজনই মুখমন্ডলসহ শরীরের বেশ কয়েক জায়গায় জখম হন।
এ ব্যাপারে ইংরেজি বিভাগের প্রভাষক মো. আফাজ উদ্দিন বলেন, মঙ্গলবার রাকিবুল ও দেবব্রত এর মধ্যে বাকবিতন্ডা আমি থামিয়ে দেই। কিন্তু আজ দুপুরে রাকিবুল হঠাৎ দেবব্রত পালের উপর আক্রম চালায় এবং দুজনই মারামারিতে জাড়িয়ে পরে। এসময় এস এম সাদাত মারামারি থামাতে গেলে তিনিও আহত হন। এছাড়া রাকিবুল হাসান মানসিক ভাবে সুস্থ নন বলে অভিযোগ করেছেন আফাজ উদ্দিন। এ ব্যাপারে জানতে রাকিবুল হাসানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে এ ব্যাপারে জানতে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে পাওয়া যায়নি। তবে দেবব্রত পাল ও এস এম সাদাত বলেন, তারা উপাচার্যের কাছে এ ঘটনার বিচারের চাইলে উপাচার্য তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন