যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীয্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্মসূচির আলোকে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রাত ১১টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের নেতৃত্বে শোক রলি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালি শেষে ২১'র প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। এরপর একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, জিয়া পরিষদ, বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, বিভিন্ন হলসমূহ, বিভিন্ন বিভাগসমূহ, ইবি প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দু'আ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দুআ ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আসম শোয়াইব আহমাদ।
এদিকে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন করেন এবং প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান কালো পতাকা উত্তোলন করেন। একই সময়ে আবাসিক হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টরা।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ