লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা এলাকা থেকে সোমবার সকালে রোকসানা আক্তার নামের এক স্কুলছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত ছাত্রী একই এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয় সুত্র ও পুলিশ জানায়, সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রাম থেকে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই স্কুল ছাত্রী ও তার সহপাঠিদের নিয়ে স্কুলে যাচ্ছিল। এ সময় স্কুলের পার্শবর্তী চরচামিতার রাইসমিল এলাকায় পৌঁছলে মাইক্রোবাসে করে একদল সন্ত্রাসী তাদের অটোরিক্সার গতিরোধ করে।
পরে সিএনজি থেকে জোরপূর্বক ওই ছাত্রীকে টেনে হিঁছড়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এসময় সহপাঠিদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানা পুলিশকে অবহিত করে।
স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশচিত করে জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, অপহরণের ঘটনায় অপহৃত রোকসানা আক্তারের মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। এঘটনায় মাইক্রোবাস চালক রাসেলকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন