ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। বেতন স্কেল ও চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবীতে আজ বুধবার দুপুর দেড়টা থেকে তাকে অবরুদ্ধ করে তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় কর্মকর্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ভিসিকে অবরুদ্ধ করে রাখবেন বলে জানা গেছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, উপ-রেজিস্ট্রার/সমমান পদের উন্নীত হওয়ার এক বছরের মধ্যে বেতন স্কেল ২৫ হাজার ৭শত ৫০ টাকা থেকে ৩৩ হাজার ৭ শত ৫০ টাকা বৃদ্ধি ও চাকরি হতে অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর বাস্তবায়ন করার দাবীতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি দীর্ঘদিন যাবত্ প্রশাসনের কাছে লিখিত আবেদনসহ বভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০টা থেকে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে দেড় শতাধিক কর্মকর্তা অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করতে থাকে। তবে আজকের মধ্যে তাদের দাবি আদায় না হলে ভিসি পতন আন্দোলন শুরু করার হুমকি দেয় তারা।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠিত তাদের দাবি বাস্তবায়ন কমিটির সাথে একটি বৈঠকে বসে। বৈঠকে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না হওয়ায় কর্মকর্তারা উত্তেজিত হয়ে বেলা দেড়টা থেকে ভিসিকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখে কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এসময় কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, সহকারী প্রক্টর আব্দুল আল মোহিত ও শামিম হোসেনকে লাঞ্চিত করেছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানায়, আজকের মধ্যে জরুরি সিন্ডিকেটে তাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত তারা সেখান থেকে সরে যাবে না। ভিসিকে বের হতে দেবে না।
এ ব্যাপারে কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল বলেন, ‘আমরা দপুরে আমাদের দাবি বাস্তবায়ন কমিটির সাথে বৈঠকে বসেছিলাম, সেখানে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। সুতরাং আমাদের দীর্ঘ দিনের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসেছি। আজ সিন্ডিকেটের মাধ্যমে আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান সরে যাবো না।’
এদিকে, বেতন স্কেল ও চাকরি থেকে অবসরের বয়সসীমা বৃদ্ধির দাবিতে গঠিত কমিটি থেকে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কর্মকর্তারা তার অফিসে হট্টগোল করতে থাকলে তিনি কথা বলতে পারেননি। প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ভিসি অবরুদ্ধ রয়েছেন(দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ