'পরিবেশ দূষণের ফলে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে নিত্য নতুন রোগ। এতে মানুষের পাশাপাশি আক্রান্ত হচ্ছে প্রাণিকূল। তাই এসব রোগ নিয়ন্ত্রণে প্রয়োজন প্রতিষেধক ভ্যাকসিন। তাই এ খাতগুলোতে দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দিতে হবে তরুণদের। অর্থনীতির চাকাকে গতিশীল করতে তাদের বিকল্প নেই।'
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের যুগপূর্তি ও প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এসব কথা বলেন। শনিবার বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক শাহানা কায়েস, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম নজরুল ইসলাম ও রেনাটা লিমিটেডের প্রাণিস্বাস্থ্য বিভাগের প্রধান মো. সিরাজুল হক।
এই অনুষ্ঠানের একাডেমিক সেশনে ‘দি রোল অব ভেটেরিনারিয়ানস্ ইন ওয়ান হেলথ অ্যাপ্রোচ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক নিতিশ চন্দ্র দেবনাথ।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন