জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামীকাল শনিবার থেকে ক্লাস শুরু হবে।
এছাড়া আগামী ১৬ই মার্চ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে ভর্তিকৃত শিক্ষার্থীরা প্রথম ১০ দিন ক্লাশে কমপক্ষে ৫০% উপস্থিত না থাকলে তাদের ভর্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন ডেপুটি রেজিষ্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।
অন্যদিকে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের গণরুম গুলোতে উঠতে শুরু করেছে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৬ই ফেব্রুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও আবাসন সংকটের কারণে তা পিছিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন