বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের রজত জয়ন্তী ও পূনর্মিলনী উৎসব পালিত হয়েছে। ২৫ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহণে মিলন মেলায় পরিনত হয়।
শনিবার সকাল ১০টায় পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে শোভাযাত্রাটি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে মূল আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়।
আরবী ভাষা ও সাহিত্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. মোঃ কামরুল হাসান ও সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমীন, ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন