ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে ছাত্রলীগ। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে ভর্তি পরীক্ষার শেষ দিন ক্যাম্পাসে এ মিছিল করে তারা।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে প্রধান ফটক থেকে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহ সভাপতি আরব আলী, আবুল খায়ের, হাফিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহিনুর রহমান, জামিলুর রেজা সেলিম, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, প্রচার সম্পাদক ফাহিমুর রেজা সেতু, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম, মেহেদী হাসান নাইম, তপু, ফাহাদ, মেহেদী, বনি আমিন, হাফিজুর রহমান প্রমুখ।
এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অভ্যর্থনা টেন্ট তৈরি করে। ভর্তি পরীক্ষা শুরু থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রকার সহযোগীতার করা হয় ছাত্রলীগের অভ্যর্থনা টেন্ট থেকে। ভর্তি পরীক্ষার শেষ দিন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারি, প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টও প্রফেসর ড. মাহবুবর রহমানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ছাত্রলীগের অভ্যর্থনা টেন্ট পরিদর্শন করেন। এসময় ভিসি ভর্তিচ্ছুদের জন্য ছাত্রলীগের বিভিন্ন সহযোগীতা মূলক কাজের প্রশংসা করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগ সব সময় সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা করেছে ছাত্রলীগ।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ