সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-'১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে এক ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিস্কার করেছে শাবি প্রশাসন। রবিবার রাতে আল আমিনকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
আল আমিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী। তিনি শাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সহযোগি ও তার নিয়ন্ত্র্রিত শাহপরান হলের ২১০ নম্বর কক্ষের বাসিন্দা। তার ফেসবুক প্রোফাইলে তিনি নিজেকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছেন এবং ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে তাকে সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সাথে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।
গত ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষার দিন আল আমিন ও তার আট সহযোগীকে শাহপরাণ হল ও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অত্যাধুনিক ডিভাইসসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষা অপরাধ আইন’-এ মামলা করে জেল হাজতে প্রেরণ করে জালালাবাদ থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ